বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

শ্রীবরদীতে জেলা প্রশাসকের মতবিনিময়  

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

শ্রীবরদীতে জেলা প্রশাসকের মতবিনিময়  

শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

রোববার (৩ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় বক্তারা জেলা প্রশাসকের নিকট উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভবনা, সমস্যাসহ বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাধান প্রত্যাশা করেন। 

ইউএনও শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী প্রমুখ। 

এসময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানার ওসি আনোয়ার জাহিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বরে টেনিস কোর্ট উদ্বোধন ও সীমান্তের রাজার পাহাড়, সোনাঝুরির মতো সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো পরিদর্শন করেন। এছাড়াও ভূমি অফিস, বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

টিএইচ